হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সড়কের ভাংবাড়ীয়া ছিয়ার মোড়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকে চালকসহ তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে যাত্রীবাহি বাসকে সাইড দিতে গিয়ে বাসের পেছনে ধাক্কা লেগে ইজিবাইক চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দলকা-লক্ষ্মীপুর ঠান্ডুর ছেলে কামরুল, গাংনী উপজেলার ধর্মচাকি গ্রামের মোস্তফার মেয়ে উর্মি খাতুন সম্পর্কে খালাতো ভাই বোন। দুজনেই গাংনী থেকে ভাংবাড়ীয়া নানার বাড়িতে বেড়াতে আসছিলো। পথিমধ্যে যাত্রীবাহি বাসের সাথে ধাক্কা লেগে ইজিবাইক চালক মন্টু, যাত্রী কামরুল ও উর্মি আহত হয়। পরে হাটবোয়ালিয়া বাসস্ট্যান্ডের পরিচালক বশির বিশ্বাস ও কামালের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। আহত কামরুলের সামনের দুটি দাঁত ভেঙে যায় ও মুখের ভেতর ৮টি সেলাই দেয়া হয় এবং উর্মির চোখের পাতায় দুটি সেলাই দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিলো। এদিকে ইজিবাইক হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে আছে। তবে ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদ বলেন, ইজিবাইক চালক সুস্থ হয়ে এলেই ইজিবাইক দিয়ে দেয়া হবে।