আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান
আলমডাঙ্গা ব্যুরো: সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সার্বিক সহযোগিতা চেয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানকারী শেখ গণি মিয়া। এ সময় তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সমাজে ও রাষ্ট্রের সঠিক চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে অহর্নিশ কাজ করে যাচ্ছে। তারা প্রণোদিত হয়ে এই ঝুঁকিপূর্ণ দায়িত্বকে মাথায় তুলে নিয়েছেন। তাই তারা শ্রদ্ধার যোগ্য। সাংবাদিকরা অনেক সাহসী ও ইতিবাচক। তারা ভালো কাজের প্রশংসা করতে জানেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত অত্যন্ত বন্ধুভাবাপন্ন।
এ সময় অফিসার ইনচার্জ আরও বলেন, আমি একদিকে থানার একজন ওসি, পাশাপাশি আমি একজন মানুষও। থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আপনাদের সাথে আমার সুসম্পর্ক থাকবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের পেশাগত কাজে আমিও সার্বিকভাবে সহযোগিতা করতে প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনিতে সমাজের অনেক অসংগতি উঠে আসে। সেসব অসংগতি দেখে আমাদের কাজ করতে সুবিধা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। সাংবাদিকদের পক্ষেও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রহমান মুকুল, দৈনিক আকাশ খবরের আলমডাঙ্গা অফিস প্রধান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, দৈনিক সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরোপ্রধান শরিফুল ইসলাম রোকন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, ক্রিড়া সম্পাদক সাইদুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক কাজী সোহাগ, কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল, অনিক সাইফুল, সোহেল হুদা, সালাউদ্দিন, শাহরিয়ার শরিফ, জাহিদুল ইসলাম চঞ্চল, সালাউদ্দিন মুক্তার, সিয়াম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.