আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ছোট গাংনী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনিমণ্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। গতকাল শনিবার দুপুর ১টার দিকে নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ছোটগাংনী গ্রামের মৃত দিদার আলী ম-লের ছেলে বীর মুক্তিযোাদ্ধা আব্দুল গনি ম-ল বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। গতকাল শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। বীর মক্তিযোদ্ধা আব্দুল গনি ম-ল মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্যাক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল ৫টার দিকে গ্রামের ঈদগাহ ময়দানে গার্ড অব অনার প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর। এ সময় উপস্থিত ছিলেন বড়গাংনী বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তুহিনুজ্জামান, ইউনিয়ন বিট অফিসার সাইদুর রহমান ও জেলা পুলিশের একটি দল। গার্ড অব অনার শেষে গ্রামের কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ