স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুলার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মুন্সিগঞ্জ মাদরাসায় মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্যদিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। পারিবারিকভাবেও দোয়া খায়ের করা হয়।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন মকবুলার রহমান। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেহালার কৃতি ব্যক্তিত্ব মকবুলার রহমান জেলাব্যাপী অধিক পরিচিতজন ছিলেন। তিনি ২০২১ সালের ২১ জানুয়ারি ৯৫ বছর বয়সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলমডাঙ্গার জেহালা বাজারের মরহুম ডা. মকছুদ আলীর ছেলে মকবুলার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পারিবারিক ম-লে পালন করা হয়। তবে গতকাল বিকেলে স্থানীয় মুন্সিগঞ্জ মাদরাসায় তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানান মকবুলার রহমানের একমাত্র ছেলে মোস্তাফিজুর রহমান পুলক।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ