হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা বড় বোয়ালিয়া ও নগর বোয়ালিয়াবাসী চোর আতঙ্কে রাতযাপন করছে। গত ১ সপ্তাহ থেকে হঠাৎ করে চুরি বেড়ে গেছে। গত ৯ জুন মঙ্গলবার রাতে কয়েক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া কারিগর পাড়ার মৃত হামেজ উদ্দীনের স্ত্রী সুন্দরী খাতুনের নগদ টাকা ২৫শ’ টাকা, হামেজ উদ্দীনের ছেলে ইজাজুলের বাই সাইকেল ও ইনামুল ম-লের বাই সাইকেল চুরি করে নিয়ে যায়। এদিকে গত ১১ জুন বৃহস্পতিবার রাতে বড় বোয়ালিয়া ও মোড়ভাঙ্গা গ্রামের মাঠে ৫টি কৃষকের সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা বড় বোয়ালিয়ার মৃত সুলতান বিশ্বাসের ছেলে শফি বিশ্বাস, জাহামত বিশ্বাস ও মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস। মোড়ভাঙ্গার নাজির ফকির ও শরিফের ১টি করে সেচ পাম্প চুরি হয়ে গেছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসীরা বলেছেন গাঁজসেবনকারীরা এই কাজ করতে পারে। আরেক ভুক্তভোগী বলেন, চোরেরা গভীর রাতে বাড়িতে ও মাঠে হানা দিচ্ছে এবং তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়িতে ঢুকে টাকা বাইসাইকেল সেচ পাম্প যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এদিকে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চুরির ঘটনা শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, আরও পড়ুনঃ