আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়েসহ ৩ জন মারাত্মক আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের হক ফিলিং স্টেশনের নিকটবর্তী স্থানে আলমডাঙ্গা থেকে শ্যালিকা ও মেয়েকে নিয়ে রোয়াকুলি যাওয়ার পথে এঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের রজব আলীর ছেলে সবুজ আলী (৩৫) রোয়াকুলি গ্রামে বিয়ে করেন। গতকাল সবুজ আলী তার শ্যালিকা শিলা (২০) ও মেয়ে শোভাকে (৫) নিয়ে মোটরসাইকেলযোগে শ^শুরবাড়ি রোয়াকুলি যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে আলমডাঙ্গা থেকে বাজার করে নিয়ে চুয়াডাঙ্গা সড়কের হক ফিলিং স্টেশনের নিকটবর্তী পৌছান। সকাল থেকে হালকা বৃষ্টিতে রাস্তা ভিজে থাকায় দ্রুত গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক দেখে সবুজ তার মোটর সাইকেলে ব্রেক করে। এসময় স্লিপ করে সবুজ তার গাড়ি নিয়ে শ্যালিকা ও মেয়েসহ ট্রাকের নিচে পড়ে যান। ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-২০০৫)’র ড্রাইভার দ্রুত গাড়ি নিয়ন্ত্রণ করে গাড়ি ফেলে পালিয়ে যান। গাড়ির গায়ে মালিহা-মালাছে এন্টারপ্রাইজ লেখা আছে। পরে স্থানীয় লোকজন আহতদের ট্রাকের নিচ থেকে বের করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। সেখালে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আলমডাঙ্গা থানা পুলিশ ট্রাকটি আটক করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।