আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীরের ভ্রাম্যমাণ আদালত টিম ৩০ সেপ্টেম্বর বুধবার পশুহাটে অভিযান চালিয়ে ওই অবৈধ কারেন্টজাল জব্দ করেন। অভিযান পরিচালনাকালে অবৈধ কারেন্টজালের ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় প্রায় জব্দকৃত প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্টজালে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক ও শাহিনা আক্তার, আলমডাঙ্গা থানার এসআই আশরাফুল, ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান, আব্দুল হান্নান, সোহেল রানা, সুমন আহমেদ।
কারেন্টজাল নিষিদ্ধ হলেও এতদাঞ্চলে হামেশায় ব্যবহৃত হচ্ছে। ফাঁরাক্কার প্রতিক্রিয়ায় অধিকাংশ খাল-বিল অস্তিত্বহীন। যা বেঁচে বর্তে আছে তার অধিকাংশে সারাবছর পানি থাকে না। শুধুমাত্র বর্ষার কয়েক মাস পানি থাকে। উপরন্তু, ফসলী জমিতে যথেচ্ছা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে। তার উপর বিনা বাঁধায় কারেন্টজালের অব্যাহত ব্যবহারে দেশীয় মাছের পোনা সমূল্যে ধ্বংস হচ্ছে। অধিক মাছের লোভে মাছ শিকারিরা সুতার জালের পরিবর্তে কারেন্টজাল ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধ করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে। প্রতি সপ্তায় আলমডাঙ্গাসহ বিভিন্ন হাট বাজারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।