মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে শিশু ধর্ষনের চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। মামলার বিবরণে জানা যায়, গত ৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ জেহালা বাজারের স্থানীয় স্কুলের ১ম শ্রেণির ছাত্রী ৭ বছরের শিশুকন্যা বাজারে তার পিতার সাথে ছিলো। এ সময় নতিডাঙ্গা গ্রামের (বর্তমানে মুন্সিগঞ্জ বাজারের অস্থায়ী বাসিন্দা) মৃত মনির উদ্দিনের ছেলে খেদের আলীর (৬৫) সাথে বাড়িতে নিয়ে যেতে বলে। সুযোগ বুঝে জেহালা শহিদ মিনারের পিছনের খড়ির গাদার কাছে নিয়ে যেয়ে তার অবৈধ্য যৌনকামনা চরিতার্থ করার জন্য শিশুটিকে ঝাপটে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিুটিকে উদ্বার করে। ঘটনাটি শিশুটি তার বাবাকে জানালে, সম্মানের কথা ভেবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ ব্যপারে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশের আইসি এসআই রকিবুল ইসলাম সঙ্গীয় র্ফোসসহ তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে বলে পুলিশ সূত্র জানাই।