আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের সংগঠন লিজেন্ড গ্রুপ মিলনমেলা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে লিজেন্ড গ্রুপ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পার করেছে। দিনশেষে সঙ্গীত সন্ধ্যায় উন্মুক্ত এটিম মাঠে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সঙ্গীত সন্ধ্যায় লিজেন্ড গ্রুপের সদস্যসহ আলমডাঙ্গার অসংখ্য সংঙ্গীতানুরাগীরা গভীর রাতাবধি সঙ্গীত উপভোগ করেন। এসময় মনির খান একের পর এক গানের তালে তালে তরুণরা নেচে গেয়ে এটিম মাঠ সরগরম করে রাখে। এর আগে সকালে লিজেন্ড গ্রুপের চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বন্ধুরা মিলে আলমডাঙ্গা শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেন। র্যালি শেষে এটিম মাঠে আয়োজিত মঞ্চে আলোচনা সভায় মিলিত হন তারা। বন্ধুরা একে অপরের সাথে পরিচিত হন। বিকেলে বিভিন্ন পর্বে নানা রকমের খেলা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা লিজেন্ড গ্রুপের সভাপতি মারফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসতেশাম সোহেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিজেন্ড গ্রুপের সদস্য মতিয়ার রহমান ফারুক, বেলগাছী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, এএসআই শরিফুল ইসলাম, রাজিব, শাহিন, আকরাম, মনা, এনামুল, তাইফু, ডা. সজীব, সোহেল রানা, রনি, আরিফ, লিমন মল্লিক, ডা. কামাল, হাবীব, রেজাউল, জাহাঙ্গীর, ম-ল, মকবুল, মজিবার, তোতা, ডা. সোনা, রেহেনা পারভীন, সাহিদা খাতুন, জোবায়দাসহ কয়েকশতাধিক লিজেন্ড বন্ধু। সঙ্গীত অনুষ্ঠানের পর সখি ফ্লিমস ও সৃষ্টি মাল্টিমিডিয়ার শিল্পী রাজিব ও আব্দুর জব্বার লিপু যৌথ অভিনয় করেন।