আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির অপরাধে মিয়াপাড়ার রাশেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল সোমবার সন্ধ্যার পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে রাশেদ (২৭) দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলো বলে পুলিশের কাছে অভিযোগ ছিলো। গতকাল সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম পৌর এলাকায় অভিযান চালিয়ে রাশেদকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদারত পরিচালনা করে রাশেদকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট
মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ