আলমডাঙ্গা ব্যুরো: সন্ধ্যায় আলমডাঙ্গা বাইপাস সড়কে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে গাছের সাথে বেঁধে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারীরা। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
চুয়াডাঙ্গার সাতগাড়ির সাদেক আলীর ছেলে ব্যবসায়ী আলাউদ্দীন (৩৫) অভিযোগ করে জানান, তিনি ব্যবসার কাজে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। আলমডাঙ্গা শহরের প্রবেশমুখে উত্তরা ফিলিং স্টেশন থেকে তিনি মোটরসাইকেলে পেট্রোল নেন। এরপর বাইপাস সড়ক দিয়ে আলমডাঙ্গা শহরে ঢোকার সময় অজ্ঞাত তিন যুবক তার পথ আটকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে টেনে হেঁচড়ে পাশের একটি বাগানে গাছের সাথে বেঁধে রেখে মোটরসাইকেলটি (টিভিএস মেট্রো-১০০ সিসি) নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর নিজেই হাতের বাঁধন খুলে ফেলেন ব্যবসায়ী আলাউদ্দীন। পরে পথচারীদের সহযোগিতায় তিনি আলমডাঙ্গার পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন।