আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডামোশ গ্রামে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে স্বর্ণপদকপ্রাপ্ত মায়ের দোয়া ফিসারিজ আয়োজিত এ ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী।
এসময় তিনি বলেন, মধ্য আয়ের দেশ হিসেবে আমাদের উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সকল সুখের মূল। উন্নত দেশ গড়ার পূর্বশর্ত হলো স্বাস্থ্যবান জাতি। আপনারা মুক্ত মনে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিতে এসে সেবা নেবেন। সুস্থ থাকবেন। আমরা মাদকমুক্ত আলমডাঙ্গা ঘোষণা করেছি। মাদকের সাথে আপস নয়। আমরা আশা করবো আপনারা এ কাজে সহযোগিতা করবেন। কোনো মাদকব্যবসায়ী স্বেচ্ছায় মাদকব্যবসা ছেড়ে দিতে চাইলে জানাবেন। পুনর্বাসন করবো। বাল্যবিয়ে রোধ করতে হবে। বাল্যবিয়ে উন্নয়নের পথে বড় অন্তরায়।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ের দোয়া ফিসারিজের মালিক আলহাজ নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, মায়ের দোয়া ফিসারিজের ম্যানেজিং ডিরেক্টর ইমদাদুল হক হিমেল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মাহমুদুল হাসান চঞ্চল, মাহবুবুর রহমান, উজ্জ্বল খন্দকার, ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিক্যাল টেকনোলজিস্ট খালিদ ওয়ালিদ, রাহাত, প্রকৌশলী তাসমিমা সরণি, জাহাঙ্গীর আলম, আসমাউল হুসনা মুনমুন, মিনারুল ইসলাম, মেহেদী হাসান, শাহীন রেজা, হাসানুজ্জামান, আজিবর রহমান, জুয়েল রানা প্রমুখ। ক্যাম্পে আগত শতাধিক রোগীর ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। একই সাথে ফ্রী মাস্ক প্রদান করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ