আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদের পিতা আলমডাঙ্গা ডাউকি গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী আর নেই। তিনি মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ……… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের মরহুম মনছুর আলীর ছেলে ওয়াজেদ আলী দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। বেশ কিছুদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল ২৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ