আলমডাঙ্গায় নারী-পুরুষ উদ্যোক্তাদের সম্মেলনে জেলা প্রশাসক 

আপনারা যারা উদ্যোক্তা তারা এ দেশের প্রাণশক্তি

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেছেন, আপনারা যারা উদ্যোক্তা তারা এ দেশের প্রাণশক্তি। যে দেশে উদ্যোক্তা বেশি সে দেশ ততো সমৃদ্ধ। আপনাদের এ প্রাণশক্তিই দেশের অর্থনীতির প্রেক্ষাপট পাল্টে দিতে পারে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। তিনি গতকাল বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নারী-পুরুষ উদ্যোক্তাদের সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি উদ্যোক্তাদের উদ্দেশে আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উদ্যোক্তা গড়ে তুলতে বিভিন্ন সরকারি প্রণোদনা চালু রেখেছেন। সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। আমরা জেলা প্রশাসনের উদ্যোগে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনাদের যেকোন ধরনের সমস্যায় আমরা পাশে আছি। নারী উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, আপনারা যা করে দেখাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সাংবাদিক ফিরোজ ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহিল কাফি, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক উদ্যোক্তা কামাল হোসেন, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, উদ্যোক্তা মাহমুদুল হাসন চঞ্চল, ব্যাংক এশিয়ার এজেন্ট উদ্যোক্তা শাহাবুল হক, লিমন মল্লিক, নারী উদ্যোক্তা ফারহানা রহমান তমা, দিলরুবা, লামিয়া তাসনিম ও আলমডাঙ্গার কথা গ্রুপের মডারেটর মামুনুর রহমান মামুন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত করেন আলমডাঙ্গার নিউ মোবাইল মেলার স্বত্বাধিকারী উদ্যোক্তা বেলাল হোসেন। হারদী এমএস জোহা কলেজের প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রহমান মুকুল, শরিফুল ইসলাম রোকন, রহিদুল ইসলাম, ইসতিয়াক মিজান ও নাহিদা জোয়ার্দ্দার কণা প্রমুখ। উল্লেখ্য, ইতোপূর্বে নারী উদ্যোক্তাদের নিয়ে ২১ ডিসেম্বর একটি গেট টুগেদারের আয়োজন করে আলমডাঙ্গার কথা।  সম্মেলনের পূর্বে উদ্যোক্তারা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More