আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে রাস্তায় গাছ ফেলে ডাকাতি চক্রের সক্রিয় সদস্য গড়গড়ির তুহিনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার গড়গড়ি গ্রামের তেলা মিস্ত্রিরীর ছেলে তুহিন আলী (২৫) রাস্তার গাছ ফেলে ব্যবসায়ী ও পথচারীদের নিকট থেকে ডাকাতি চক্রের সক্রিয় সদস্য। তুহিনসহ বেশ কয়েকজন মিলে বাইরে থেকে ডাকাত সদস্য ভাড়া করে নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ধ্যারাতে রাস্তায় গাছ ফেলে গরু ব্যবসায়ীদের গাড়ি ঠেকিয়ে ডাকাতি করে। তুহিন গত ২২ ফেব্রুয়ারি আলমডাঙ্গার মাদারহুদা সড়কে রাস্তায় গাছ ফেলে গরু ব্যবসায়ীদের নিকট থেকে কয়েক লাখ টাকা ডাকাতি মামলার আসামি। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর বাড়ি আসার সংবাদে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। গতকালই তাকে সংশ্লিষ্ঠ মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ