আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারদী গ্রামের জীবন আহমেদ ওরফে মারিফুল ইসলামকে আটক করেছে। ৯ এপ্রিল রোববার দুপুরে হারদী কৃষি ক্লাবপাড়ার হামিদুলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলা হারদী গ্রামের কৃষি ক্লাবপাড়ার গুলিম আলীর ছেলে জীবন আহমেদ ওরফে মারিফুল (২৬) দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছেন। রোববার দুপুরে ওসমানপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই খসরু আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবন আহমেদ ওরফে মারিফুল ইসলামকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ২০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।