আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় গাঁজা গাছ লাগানোর অপরাধে দুজনের এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের নিশ্চিন্দীপুর গ্রামের সুন্নত আলীর ছেলে শরিফুল ইসলাম ও একই গ্রামের সামসুল হুদার ছেরে স্বপন আলী দীর্ঘদিন ধরে বাড়ির পাশে বাগানে গাঁজা গাছ চাষ করে বলে অভিযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তিয়রবিলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মহাব্বত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নিশ্চিন্দীপুর গ্রামে অভিযান চালিয়ে শরিফুল ও স্বপনকে একটি গাঁজা গাছসহ আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় তাদের। উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা গাছ লাগানোর অপরাধে শরিফুল ও স্বপনকে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ