স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় খাসকররা ইউনিয়ন বিএনপির ৩ ও ৭নং ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক স্থানে আয়োজিত সম্মেলনে ওয়ার্ড দুটির কমিটি গঠন করা হয়। ৭নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয় পারলক্ষ্মীপুর স্কুলমাঠে। সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি মোশাররফ হোসেন মুসা। ৭নং ওয়ার্ডে সর্বসম্মতিক্রমে রজব আলী মালিতা সভাপতি, আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক, হাজি মোশাররফ হোসেন মুসা সিনিয়র সহসভাপতি, ইব্রাহিম হোসেন সিনিয়র যুগ্মসম্পাদক ও লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ৭নং ওয়ার্ডে পারলক্ষীপুর ও রায়লক্ষীপুর গ্রামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টায় ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খবির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। সম্মেলনে রায়সা গ্রামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৩ ও ৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। খাসকররা ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সমন্বয় টিমের সদস্য খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মানোয়ার হোসেন, সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাবেক সিনিয়র সহসভাপতি আনছার আলী বিশ্বাস, বিএনপি নেতা আব্দুস সাত্তার, আব্দুল মান্নান মাস্টার, জেলা ছাত্রদলের ১নং সহসভাপতি সাইফুল ইসলাম, সহসাধারণ সাধারণ সম্পাদক রমজান আলী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্মআহ্বায়ক হাসানুজ্জামান রাজ, খাসকররা ইউনিয়ন যুবদল নেতা সাফায়েত আলী, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ