আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার এলাকা থেকে গাংনী উপজেলার আরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ছাকেম আলীকে প্রায় এক কেজি গাঁজাসহ আটক করেছে। গতকাল সোমবার সকালে সিপিসি-মেহেরপুর, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করেন।
জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার আরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ছাকেম আলী (২৯) দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। সে গাংনী বর্ডার এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে আলমডাঙ্গা অঞ্চলে বিক্রয় করে। গতকাল সোমবার সকালে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে হাটবোয়ালিয়া পুলিশ মার্কেটের পাশে দাঁড়িয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি মেহেরপুর র্যাব-১২ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে থেকে প্রায় এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে সিপিসি মেহেরপুর র্যাব-১২’র নায়েব সুবেদার মো. আইয়ুব আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।