আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বন্ধু সংগঠন এসএসসি ৮৬ ব্যাচ আলমডাঙ্গা থানায়, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাংবাদিকদের পিপিই প্রদান করেছেন। গতকাল সোমবার মোট দেড় শ’ পিচ পিপিই প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ সাঈদের হাতে পিপিই তুলে দেন এসএসসি ৮৬ ব্যাচের সভাপতি কাওছার আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি ৮৬ ব্যাচের সম্পাদক বোরহান উদ্দীন খান বিলাশ, প্রভাষক মিজানুর রহমান, ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, ডা. শামসুল আলম, প্রভাষক গোলাম সরোয়ার হায়দার, প্রবাসী রনজু, হাসানুজ্জামান মুন্না, সুজিত কুমার প্রমুখ। এছাড়াও তারা প্রতিদিন ২০ জন দরিদ্র রোজাদার পরিবারকে ইফতার খাবার প্রদান করছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ