আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২০২২ উপলক্ষ্যে ইউনিয়ন ওয়ারি কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে ১ ডিসেম্বর বুধবার এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে খাদ্য ক্রয় কমিটির সদস্যদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
১০৪৩ জন কৃষকের মধ্যে ৫২২ জনকে লটারির মাধ্যমে বাছাই করা হয়। লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোওয়ার্দ্দী, উপজেলা প্রকৌশলী আব্দুল রশীদ, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, ফুড গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার প্রমুখ।
আলমডাঙ্গার খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হুসাইনকে বিদায় ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার বিশ^াসকে বরণ সংবর্ধনা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা মিল চাতাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মিয়ারাজ হুসাইনকে বিদায় ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার বিশ^াসকে বরণ সংবর্ধনা দেয়া হয়েছে। ১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা খাদ্য গোডাউনের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মিল চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মিয়ারাজ হুসাইন, বিদায়ী খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) লিটন কুমার বিশ^াস, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক। মিল চাতাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অটো রাইস মিল মালিক মনিরুজ্জামান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, শেখ রাশেদুজ্জামান, জয়নাল আবেদীন ক্যাপ, আব্দুল্লাহ আল মামুন, উপখাদ্য পরিদর্শক রেবেনা খাতুন, আব্দুল্লাহ আল হোসাইন বাদশা প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৪ দোকানে জরিমানা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ