আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সিভিল সার্জন এএসএম মারুফ হাসান। গতকাল বেলা সাড়ে ১০টায় আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পাশে হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, দ্রুত আলমডাঙ্গায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুরু হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ডা. জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ডাক্তার মুস্তাকুর রহমান, ডা. লিয়াকত আলী, হাসপাতাল বাস্তবায়ন পরিষদের আহবায়ক বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, হাসপাতাল বাস্তবায়ন পরিষদের যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, হাসপাতাল বাস্তবায়ন পরিষদের বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি হাজি গোলাম রহমান সিঞ্জুল, সাধারণ সম্পাদক সাবেক পৌর আ.লীগের সভাপতি আবু মুসা, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, চঞ্চল মাহমুদ, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ক্যাশিয়ার আলাউদ্দিন, শরিফুল ইসলাম, জমির মালিক আসমান মিয়া, বাবলুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।