আলমডাঙ্গার ১৬ ইউনিয়নে ১৬ হাজার পরিবারকে খাদ্যসহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ছেলুন

 

আলমডাঙ্গা ব্যুরো: করোনা সঙ্কটে আলমডাঙ্গা উপজেলার ১৬টি ইউনিয়নে ১৬ হাজার পরিবারকে খাদ্যসহায়তা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বেলা ১২ টার দিকে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে তিনি এ খাদ্য সহয়তা বিতরণ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত কিছু লগডাউন করে দেয়া হয়েছে। যার কারণে কর্মহীন হয়ে পড়েছে হাজারও মানুষ। মহামারি করোনা মোকাবেলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। কর্মহীন হয়ে ঘরে বন্ধি মানুষকে বর্তমান সরকার খাদ্য ও নগদ অর্থ সাহায্য অব্যাহত রেখেছেন। সরকারের পাশাপাশি সহয়তা করছে বিভিন্ন সামাজিক সংগঠনও। কর্মহীন ঘরবন্ধি কোনো ব্যক্তি যেনো না খেয়ে থাকেন, তারই ধারাবাহিকতায়  আলমডাঙ্গা উপজেলার ১টি পৌরসভাসহ ১৫ ইউনিয়নের কর্মহীন ১৬ হাজার পরিবারকে খাদ্য সহয়তা প্রদান করা হচ্ছে।

খাদ্য সহয়তা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ^াস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে আসাবুল হক ঠান্টু, রকিবুল ইসলাম, জয়নাল আবেদীন, হাসানুজ্জামান হান্নান, মোল্লা কামরুজ্জামান শামিম, সাজিবার রহমান,  দিদার আলী, রেজাউল হক তবা, যুবলীগ নেতা, মিজানুর রহমান, টুটুল, পৌর ছাত্রলীগের সভাপিত নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি ও মিল চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, রকি, সাকিব, সজিব, সৈকত প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More