আলমডাঙ্গা ব্যুরো: নৌকার প্রার্থী আওয়ামী লীগের, বিদ্রোহী প্রার্থীও আওয়ামী লীগের। পুলিশের কি ঠ্যাকায় পড়েছে কারও পক্ষ নেয়ার? পুলিশ নির্বাচনী সহিংসতা শতভাগ রুখে দিবে। যে প্রার্থীর জনপ্রিয়তা বেশী রয়েছে ভোটাররা তাকে ভোট দিবেন। ভয়-ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে কোনো পক্ষ যদি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করেন আইন-শৃংখলা বাহিনী তা কিছুতেই হতে দিবে না। ১৩টি ইউনিয়নে আইন শৃংখলা বাহিনী থাকবে রায়ট মুডে। আলমডাঙ্গার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা বাহিনীর উদ্দেশ্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ বক্তব্য রাখেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনী শতভাগ ভুমিকা রাখবে ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ^াস, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ ৫০ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।