ভালাইপুর প্রতিনিধি: ফেনসিডিলসহ আলমডাঙ্গার হারদী গ্রামের জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সকালে ভালাইপুর মোড় থেকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে আটক করে। এসময় জামাল উদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেল থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আহসানুর রহমান সঙ্গীয় ফোস নিয়ে ভালাইপুর মোড়ে অভিযান চালান। এসময় একটি রেজিস্ট্রেশন বিহীন ভিক্টর কালো রংয়ের মোটরসাইকেলসহ আলমডাঙ্গার হারদী গ্রামের নুরুল হকের ছেলে জামাল উদ্দিনতে (৪৩) আটক করেন। তার নিকট থেকে উদ্দার করা হয় ৪০ বোতল ফেনসিডিল। এ বিষয়ে সদর থানার ওসি আবু জিহাদ খাঁন বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।