স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা-হুদাপাড়া-রুইথনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় টোটন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের অফিসে এ ফুলেল শুভেচ্ছা জানানো। হাসানুজ্জামান সরোয়ার বলেন, আমার ওপর যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো এবং বিদ্যালয়ের উন্নয়ন কিভাবে করা যায় আমি সেই চেষ্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, আলমডাঙ্গা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মো. মোশারফ হোসেন খোকন, দাতা সদস্য হাজি ইনতাজুল হক, অভিভাবক সদস্য মারিকুল ইসলাম, আজগর আলী, আব্দুস সাত্তার, ইউসুপ আলী প্রমুখ।