আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মোবাইল ব্যবসায়ী সানমুন টেলিকমের এসআর মুন্না কয়েক লাখ টাকার মোবাইল নিয়ে লাপাত্তা হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর আনুমানিক ১২০টি মোবাইল নিয়ে জীবননগর এলাকার মার্কেটে বিক্রি করতে যান। এ বিষয়ে সানমুন টেলিকমের মালিক আমিরুল ইসলাম লিটন আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, উপজেলার পারকুলা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মুন্না (২৫) কয়েক মাস আগে আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত সানমুন টেলিকমের এস আর হিসেবে যোগদান করেন। গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সানমুন টেলিকম থেকে আনুমানিক ১২০টি মোবাইল নিয়ে জীবননগর মার্কেটে যান। মুন্না জীবননগর এলাকার মার্কেটিং কাজ সম্পন্ন করে বিভিন্ন কাস্টমার থেকে নগদ অর্থ আদায় করে বিকেলে আলমডাঙ্গা উদ্দেশ্যে রওনা দেন। মুন্নার সাথে সন্ধ্যা ৬টার দিকে যোগাযোগ হয়। তারপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে সানমুন টেলিকমের মালিক আমিরুল ইসলাম লিটন এসআর মুন্নার বাড়িতে গিয়ে খোঁজ নিলে তার পরিবারের লোকজন জানায় সে বাড়িতে আসেনি। গতকাল আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন সানমুন টেলিকমের মালিক আমিরুল ইসলাম লিটন।