মুন্সিগঞ্জ প্রতিনিধি: ভারতের ক্ষমতাসীন দলের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) ও আম্মাজান আয়েশা (রা.) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতা। গতকাল বাদ আছর মুন্সিগঞ্জ বাজারে এ প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করে। মিছিলটি মুন্সিগঞ্জ জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সিগঞ্জ সোনালী ব্যাংকের সামনে গিয়ে সমবেত হয়ে প্রতিবাদসভা করে। প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন সোনাতনপুর মসজিদের ইমাম ও খতিব আতিয়ার রহমান। বক্তব্য রাখেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ, মুন্সিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব ইয়ামিন আলী, সোনাতনপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আবুল কাশেম, জেহালা জামে মসজিদের ইমাম ও খতিব আশরাফুল আলম, গড়চাপড়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব, রফিকুল ইসলাম, আলমডাঙ্গা মারকাতুল উলুম মাদরাসার ওস্তাদ আব্বাস উদ্দিন। এছাড়া স্থানীয় হাজারো জনতা ওই প্রতিবাদ মিছিলে যোগদান করেন। প্রতিবাদসভায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের সাহাযার্থে সাহায্যের আবেদন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ