আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাজু মাঠে এক এক্সেভেটর চালকের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা ও মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বকসিপুরের লিটন আলী নামক এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আবুরী মাগুরা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন এক্সেভেটর মেশিন ভাড়া করে বিভিন্ন গ্রামে কন্ট্রাক্ট করে পুকুর কেটে বেড়ান। গত ২৭ মার্চ বেশ কয়েক গ্রাম থেকে পাওনা টাকা আদায় করে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাজু বকসিপুর মাঠের ভেতর পৌঁছুলে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারিরা তার গতিরোধ করে কাছে থাকা ২ লাখ ৬০ হাজার নগদ টাকা ও অ্যাপাচি আরটিএ মোটরসাইকেলটি কেড়ে নেয়। ছিনতাইকালে তিনি ববসিপুরের এক ব্যক্তিকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।
ঘটনার সংবাদ পেয়ে ওই রাতেই ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে পুলিশ গতকাল বকসিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে লিটন আলীকে (২৮) আটক করেছে।
এছাড়া, আরও পড়ুনঃ