হাটবোয়ালিয়া প্রতিনিধি: মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নে ৪নং বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভাংবাড়িয়া ইউনিয়নের ৪নং বিট পুলিশিং উদ্বোধন করেন গাংনী তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর তুহিন আলী। এসময় তিনি বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ওয়ার্ডে বিট পুলিশিংয়ের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চাই। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনতা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিট পুলিশিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ সুপার মহোদয় সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ১নং ভাংবাড়িয়া ইউনিয়ন বিট অফিসার এসআই বজলুর রশিদ, সহকারী বিট অফিসার এএসআই মামুন মিয়া। হাট বোয়ালিয়া বাজার কমিটির সভাপতি রফিকুল হুদা, সেক্রেটারি নাসির উদ্দীন, সাবেক মেম্বার মনিরদ্দীন, নং ওয়ার্ড সদস্য রিপন বিশ্বাস, ওয়ার্ড সদস্য মনোয়ার হোসেন, পুলিশ কনস্টেবল সজীব, সাঈদ, মারুফ, বাতেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গায় এসএসসি ৮৯ ব্যাচের ৩য় পর্যায়ে মানবিক সেবার চেক বিতরণ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ