আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় মধ্যরাতে প্রেমিকের ঘরে প্রেমিকা
বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি ছেড়ে পালালো প্রেমিকের পরিবার
আসমানখালী/হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে যুবক আকবরের ঘর থেকে দুজনকে একসাথে উদ্ধার পর এমনই অভিযোগ তোলে স্বয়ং স্কুলছাত্রী প্রেমিকা। এর আগে রাত ৯টার দিকে বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে নিজ ঘর থেকে বের হয়ে প্রেমিক আকবরের ঘরে যায় ওই স্কুলছাত্রী। পরে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে প্রতিবেশী আকবরের বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে তার বাবা-মা। স্থানীয় মোড়ল-মাতবরের উপস্থিতিতে রোববার দুজনের বিয়ের সিদ্ধান্ত নেয়া হলেও ছেলের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তা ভেস্তে যায়। আজ (সোমবার) এ বিষয়ে প্রেমিক আকবরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করবেন বলে জানিয়েছে প্রেমিকা স্কুলছাত্রীর পিতা।
জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত তানজিল হোসেনের ছেলে আকবর আলীর (২২) সাথে একই পাড়ার এক স্কুলছাত্রীর (১৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রী বলেছেন, আমাদের দুজনের মধ্যে দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। আকবর আমাকে বিয়ে করবে বলে বিভিন্ন পার্কে ও আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতেও নিয়ে গেছে। এরই মধ্যে আমাদের দুজনের শারীরিক সর্ম্পকও তৈরি হয়। গত শনিবার রাত ৯টার দিকেও বিয়ের কথা বলে নিজবাড়িতে নিজের ঘরে নিয়ে যায় আকবর। আমরা দুজনে একইসাথে ছিলাম।
এ বিষয়ে ওই স্কুলছাত্রীর পিতা বলেন, শনিবার রাতে হঠাত মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করি। বান্ধবীদের বাড়িসহ বিভিন্ন যায় খুঁজেও না পেয়ে রাত ৩টার দিকে প্রতিবেশী আকবরের বাড়িতে যায়। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করি। বিষয়টি স্থানীয় মোড়ল-মাতবরকে জানানো হলে তারা রোববার (গতকাল) দুজনের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ সন্ধ্যার দিকে ঘরে তালা লাগিয়ে আকবরসহ বাড়ির সবাই পালিয়ে যায়। আমি আগামীকাল (আজ সোমবার) থানায় মামলা করবো।