মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে অভিমান করে দশম শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত পরশু মঙ্গলবার দিনগত রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলী গ্রামের মিলন আলীর ছেলে স্থানীয় দশম শ্রেণির ছাত্রী মেঘলা খাতুন ওরফে কুসুম (১৫) কয়েকদিন আগে তার নানা বলিয়ারপুর গ্রামের সমসের মোল্লার বাড়িতে বেড়াতে আসে। গত পরশু মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে নিজ শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন জানায়, মেঘলা খাতুন ওরফে কুসুমের মানসিক সমস্যা ছিলো। যে কারণে সে প্রায়ই আত্মহত্যার চেষ্টা করতো। সে তার পিতামাতার একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মেঘলার পিতা মাতা।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট করে। মৃতের অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার বাদ আসর মৃতের নিজ গ্রাম কাথুলী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে বলে গ্রাম সূত্রে জানা গেছে।