আপনারা ফোন করলে আপনাদের পাশে পুলিশ পাবেন
আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে বিটপুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আসমমানখালী নান্দবার নিউ মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। এ সময় তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, দেশে বিট পুলিশ তৈরি হয়েছে জনসাধারণের দ্রুত সেবা দেয়ার জন্য এখন পুলিশ সর্বদায় জনসাধারণের পাশে থাকে। যে কোনো সময় আপনারা ফোন করলে আপনাদের পাশে পুলিশ পাবেন এবং যে কোনো সমস্যা নিয়ে আপনার আমাদের ফোন করবেন এবং আমাদের তথ্য দিয়ে সাহায্য করবেন আপনাদের সেবা দেয়ার কাজে পুলিশ নিয়োজিত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা ডিবি অফিসার মাহাব্বুর রহমান কাজল, আলমাঙ্গা থানা পুলিশ তদন্ত মো. তুহিনুজ্জামন, বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক কাজি খালিদুর রহমান অরুণ, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, জেলা পরিষদ সদস্য রকিবুল হাসান, গাংনী ইউপি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মুন্সী মো. এমদাদুল হক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইফতেখার রাসুল সিহাব, মাও. আজহারুল ইসলাম, বজলুর রহমানসহ এলাকার সুধীজনেরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট
ফেসবুকে ভুয়া আইডি’র ফাঁদ : প্রতিকার চেয়ে ১৭ হাজার নারীর আবেদন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ