আসমানখালী প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নান্দবারে কুকুরের কামড়ে সেলিনা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে দিকে তিনি মারা যান। সেলিনা খাতুন (৩৫) নান্দবার পশ্চিমপাড়ার জিন্নাত আলীর স্ত্রী। গতকাল রাতেই গৃহবধূর দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী নান্দবার গ্রামের পশ্চিমপাড়ার জিন্নাত আলীর স্ত্রী ৩ সন্তানের জননী সেলিনা খাতুনকে (৩৫) আনুমানিক ৩ মাস পূর্বে বেওয়ারিশ কুকুরে কামড় দিয়েছিলো। এ বিষয়ে জিন্নাত আলী বলেন, আমরা কুকুরের বিষ নিষ্পত্তি করার জন্য আমার স্ত্রীকে বিভিন্ন গ্রামের কবিরাজের কাছে নিয়ে গিয়ে লবণ, গুড় ও পানি, তেল পরে জলসা করেছিলাম কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। গত পরশু বুধবার রাতে আমার স্ত্রীর পেটে প্রচন্ড যন্ত্রনা করতে থাকে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আমরা অ্যাম্বুলেন্সযাগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে গাবতলীতে পৌঁছুলে সেলিনা মৃত্যুবরণ করে। রাত ১২ টার দিকে মুরহুমের নিজ গ্রাম্য কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।