স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে বজ্রপাতের ঘটনায় পানবরজে আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিতে গ্রামের পার্শ্ববর্তী মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে। গ্রামের অনেকেই জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিেেক বজ্র্র্রপাতের ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী মাঠের পানবরজে আগুন লেগে যায়। গ্রামের শ’ শ’ নারী-পুরুষ পানবরজের দিকে ছুটে যান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ওই অগ্নিকা-ের ঘটনায় পানবরজে ব্যাপক ক্ষতিসাধিত হয়। গ্রামের সেলিম হোসেন জানান, রাত সােেড় ৮টার দিকে আকস্মিক বজ্রপাত হয়। ওই বজ্রপাতটি পড়ে গ্রামের কয়েকটি পানবরজের মাঝখানে। এতে গ্রামের ঠা-ু মালিতার ছেলে তোফা মালিতার প্রায় ৫০ পিলি পানক্ষেত নষ্ট হয়েছে বজ্রপাতের ঘটনায়।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরের রুইমারী খাল পুনঃখনন কাজ শেষ হতে না হতেই মাটি বিক্রি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ