মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা আবাসনের এক চায়ের দোকানে কাফনের কাপড় ও চিরকুট লিখে হুমকির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে চা দোকানি তার দোকানে ব্যাগের মধ্যে কাফনের কাপড় ও চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্বার করে এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় কয়েকজনের নাম উল্লেখ করে অফিযোগ দায়ের করেছে ভূক্তভোগী।
জানা গেছে, গতপরশু সোমাবার দিনগত রাতে প্রতিদিনের মতো নতিডাঙ্গা আবাসনের মৃত সিদ্দিক আলীর ছেলে জামসেদ আলী আবাসনের সামনে তার নিজ চায়ের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি দোকানে আসেন দোকান খুলতে। দোকানের দরজা খুলে আতকে ওঠেন তিনি। দোকানের দরজায় একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি তুলে দেখেন ব্যাগের মধ্যে কাফনের কাপড় ও একটি চিরকুট। তিনি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে। চিঠিতে লেখা ছিলো ‘জামসেদ তুমি হালিমদের কিছু বলবানা, হালিমের কিছু হলে তোমার সমস্যা হবে।’ এ ঘটনায় জামসেদ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রতিবেশীর সাথে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। জামসেদ আলী বলেন, কাফনের কাপড় ও চিরকুট পাওয়ার পর থেকে পরিবার নিয়ে চরম আতঙ্কে রয়েছি।
এ ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (্ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে পুলিশ সূত্রে জানায়।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর একইভাবে আবাসানের সামনের স’মিল ব্যবসায়ী নাসির উদ্দিনের বাড়িতে কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি প্রদান করে দুর্বৃত্তরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো চা দোকানির কাছে কাফনের কাপড় ও চিরকুট রেখে হুমকির ঘটনায় এলাকায় নতুন আতঙ্কে ভুগছে এলাকাবাসী।