আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের কারিগরপাড়ার সরকারি রাস্তা দখল পাঁচিল নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে শুকুর আলী নামে এক ব্যক্তি গত দুই-তিন দিন ধরে তার বাড়ির পেছনের সরকারি রাস্তায় পাঁচিল দিয়ে জনসাধারণের ও নদীতে যাওয়ার গ্রামবাসীর চলাচলে বাধাগ্রস্ত করছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকার সাধারণ মানুষ। নগর বোয়ালিয়ার এই রাস্তা মাথাভাঙ্গা নদীতে গোসল করার একমাত্র রাস্তা । স্থানীয়দের অভিযোগ যেখানে পাঁচিল দেয়া হয়েছে সেখানে রাস্তা সরু হয়ে গেছে। ওই রাস্তায় গাড়ি যাতয়াতের সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি ভুক্তভোগী গ্রামবাসী পাঁচিল দেয়া রাস্তাটি দখলমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের শুভদৃষ্টি কামনা করেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ