মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত আবুল কালাম আজাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান উজ্জামান হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইসলাম উদ্দিন, মতিয়ার রহমান, আনছার আলী মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহান আলী, লাবলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই তপন কুমার, টুআইসি এএসআই শিপন আলী ও ইকবাল হোসেন, ক্বারি নূর হাসান বেলালী, আজিজুল হক, আওয়ামী লীগ নেতা শুকুর আলী মাস্টার, বাবু, মিনাজ, সিরাজুল ইসলাম, গোলাম মাস্টার, আমিরুল মেম্বার, আনারুল ইসলাম, হাসেম মেম্বার, লিপন, আনিছুর, ইসতিয়াক, মনছের, সিদ্দিক, মিঠুন, শুকুর আলী, তরিকুল, আলম, রতন, মিল্টন, শুভ, আকাশ রনি, সজিব, সেলিম, ইমরান প্রমুখ। উল্লেখ্য, গত ২৪ মার্চ জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আবুল কালাম ছিলেন জেহালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামের রবিয়াল মন্ডলের ছেলে এবং স্থানীয় সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ