আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় গতকাল রোববার বিকেলে সংশ্লিষ্ট আইনের কয়েকটি ধারায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবীর।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি বাজারে গতকাল বিকেল ৫ টায় আকস্মিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত জামজামি বাজারের ইউনুচ আলীর মুদি দোকানে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী ও পানীয় বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে দেড় হাজার টাকা, মাছ বিক্রেতা তাপস হালদারকে শলি দাঁড়িপাল্লা ব্যবহারের দায়ে দ-বিধির ১৮৬০ এর ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা, হোটেল ব্যবসায়ী মড়নিন্দ্রনাথ সাহার ছেলে শ্রী সাধন কুমার সাহার ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে  নগদ  দেড় হাজার টাকা, মসলেম উদ্দিনের ছেলে ফল ব্যবসায়ী আহসান আলীর কাছ থেকে ২০০৯এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা, আলী হোসেনের ছেলে পল্লি চিকিৎসক ওয়াহেদুজ্জামানের কাছ থেকে ১৯৪০এর ১৮০ (ক)২৭ ধারা লঙ্ঘনের দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ দোকানে মজুদ ফ্রি সাম্পল ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সালেহ, অফিস সহকারী ফারুক হোসেন। শৃঙ্খলার সার্বিক দায়িত্বে ছিলেন জামজামি ফাঁড়ি পুলিশের টুআইসি এএসআই আনিচ, এএসআই রাশেদসহ সঙ্গীয় ফোর্স।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More