জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মুদি দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি বাজারে গতকাল বিকেল সাড়ে ৫ টায় স্বর্গীয় মহাদেব সাহার ছেলে শ্রী উদয় কুমার সাহার সাহা ট্রেডার্সের মুদি দোকানে আকস্মিক ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মুদি মালামাল, তথা খাদ্য সামগ্রী রেখে বেঁচাকেনা করছিলো এ দোকানী। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনে মুদি দোকানীকে নগদ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সালেহ ও আলমডাঙ্গা থানা পুলিশের এসআই কামরুলসহ সঙ্গীয় ফোর্স।