আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর স্কুলের নিকট সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ৯ জানুয়ারি দিনগত ভোররাতে সঙ্ঘবদ্ধ ডাকাতদল ২টি ট্রাক থামিয়ে ড্রাইভারের নিকট থেকে নগদ টাকা কেড়ে নেয়।
জানা গেছে, গত ৯ জানুয়ারি শনিবার দিনগত রাত ৩টার দিকে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গা অভিমুখে ২টি ট্রাক যাচ্ছিলো। আলমডাঙ্গার জগন্নাথপুর স্কুলের নিকট পৌঁছুলে পূর্ব থেকে সড়কের ওপর ডাকাতদলের ফেলে রাখা গাছের কারনে ট্রাক দুটি থামতে বাধ্য হয়। সে সময় ৫-৬ জন ডাকাত ট্রাক দুটির ড্রাইভারের নিকট থেকে মোট ১৭ হাজার টাকা কেড়ে নেয়। তবে ড্রাইভারদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় গতকাল অবধি থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, ডাকাতদের গ্রেফতারের জন্য জোর অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ