আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেনের ব্যক্তি নিজ অর্থায়নে ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকের মাধ্যমে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। গত ১০ জানুয়ারি বিকেল ৪টার দিকে গোকুলখালী বাজার সংলগ্ন সভাপতি খন্দকার আব্দুল বাতেন তার নিজ বাস ভবনের সামনে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণীয় করে রাখতে আমি নিজ উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড সভাপতি, সম্পাদকের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করার ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, যে নেতার কারণে আমরা একটি দেশ, একটি মানচিত্র, একটি পতাকা পেয়েছি তাকে জাতি কোনদিন ভুলবে না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন আহম্মদ, সহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, সভাপতি সমসের ম-ল, সভাপতি মহসিন আলী, সম্পাদক, আতাউল হক, সভাপতি আব্দুল মালেক, সম্পাদক মজিবর রহমান, আব্দুল মজিদ, লান্টু, আবুল, আব্দুল্লাহ, মজিবর বিডিআর, ওয়ার্ডের সম্পাদক সুবহান আলী, ওয়ার্ড সভাপতি হারেজ মিয়া, ওয়ার্ড সম্পাদক, মনিরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক একরামুল কবির, সভাপতি আব্দুল মালেক, খাইবার আলী, আলমগীর হোসেন, রবিউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শরিফুজ্জামান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মিয়া, জাকির হোসেন, খন্দকার আশরাফুল, সোহেল শাহ প্রমুখ। সভায় শেষে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।