আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলায় পুলিশের মাদক বিরোধি অভিযানে মাদক সম্রাট সাইফুল ইসলামকে (৪৩) আটক করেছে পুলিশ। গতকাল রোববার ২টা ১৫ মিনিটে মাদক বিরোধি অভিযানে বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওসি বশির উদ্দীনের নেত্রিত্বে এসআই অচিন্ত কুমার অধিকারি ও এএসআই বাদশা আলমঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ পরিদর্শক বশির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিৎলা গ্রামে মাদক বিরোধি অভিযান পরিচালনা করে চিৎলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে মাদক সম্রাট সাইফুল ইসলামকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার বাসভবন থেকে আটক করা হয়েছে এবং আটকের পরে তাকে আলমডাঙ্গা থানা থেকে আদালতে সোর্পদ করা হয়েছে।