আলমডাঙ্গার চিৎলায় খাদ্য সামগ্রী বিতরণকালে টোটন জোয়ার্দ্দার
আ.লীগ নেতাকর্মীরা যেকোনো সঙ্কটে মানুষের পাশে থাকবে
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতাকল সোমবার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনের নিজ অর্থায়নে কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে প্রধান অতিথি টোটন জোয়ার্দ্দার বলেন, করোনা ভাইরাস একটি ছোঁয়াছে রোগ। এ ভাইরাস থেকে বাঁচতে আমাদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে ও দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য-সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী স্বাস্থ্য সচেতনতা ও যেকোনো সঙ্কটে মানুষের পাশে থাকবে। করোনা মহামারীর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে আমরা চুয়াডাঙ্গা আলমডাঙ্গাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি সাধারণ মানুষকে নিজে সচেতন করতে নিয়মিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের আহবান জনান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জজ কোর্টের পিপি অ্যাড. বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন, আক্তার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রইচ উদ্দিন মাস্টার, মোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমশের ম-ল, মনিরুল ইসলাম, আব্দুস সোবভান, কবির হোসেন, আব্দুল খালেক, আব্দুল মালেক, আবুল হোসেন, জিয়ারুল ইসলাম, কামরুজ্জামান বাবু, মহাসিন আলী, আলমগীর হোসেন, মশিউর রহমান, আতাউর রহমান, আব্দুস সাত্তার, জুলফিকার আলী, সোহেল শাহ, হারেজ মিয়া, রবি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মজিবর রহমান।