আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১০টার দিকে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান, মজিবুল হক মুন্সী, মিটন মিয়াসহ ইউনিয়ের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পাঠানো এ ত্রাণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এবং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সম্পাদকের কাছে প্রেরণ করা হয়। তারই ভিত্তিতে হতদরিদ্রের মাঝে এ ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়।

 

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More