আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গাংনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মুন্সী মো. এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোশারেফ হোসেন, আসমানখালী ক্যাম্প পুলিশ ইনচার্জ নাসির উদ্দীন খান, বড় গাংনী মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজু আহম্মদ, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মজিবুল হক, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমান মাস্টার, লেমন হোসেন রাজা, কলিম উদ্দীন, মানিক মিয়া, লালন মিয়া, হেলাম উদ্দীন মাস্টার, আব্দুল বারী, বিপ্লব হোসেন, আলতাপ হোসেন, শিউলী খাতুন প্রমুখ।