আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়গাংনীতে পানবরজে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বরজ মালিকরা।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের মোমিন উদ্দীনের ছেলে মিঠু হোসেনের ১ বিঘা, সাকিব হোসেনের ১২ কাঠা, সোবাহানের ১০ কাঠা, ইকলাছ উদ্দীনের ১০ কাঠা, সোহেল রানার ১০ কাঠা, মোকাদেস হোসেনের ১০ কাঠা, লালন হোসেনের ১২ কাঠা, রতন আলীর ১৫ কাঠা, জিনারুল ইসলামের ১০ কাঠা। মোট ৯ জন কৃষকের প্রায় ২ একর জমির পানবরজ অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটসহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিভেন্সের অফিসার মানিকুজ্জামান, বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার বশির উদ্দীন, মজিবর রহমান, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ