মুন্সিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বানাতখালী খালের ১:৪৫০ কিলোমিটার পুনঃখননের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রকল্প পরিচালক মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প বিএডিসি কুষ্টিয়া মাহাবুর আলম প্রধান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হাসান, বীর মুক্তিযোদ্ধা খাদিমপুর ইউনিয়ন কমান্ডার জামশেদুর রহমান জোয়ার্দ্দার, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাইফুদ্দিন জোয়ার্দ্দার ইল্লা। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য শিমুল হোসেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ