আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। বৃহস্পতিবার রাষ্ট্রীয় মার্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। কুমারী গ্রামের মরহুম রমজান আলীর ছেলে গোলাম রসুল ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বেশ কিছুদিন তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থাবস্থায় বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে তিনি বাড়িতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একনজর দেখার জন্য ভীড় জমান। পরে তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের চৌকস একটি টিম তাকে গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার রনি আলম নূর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নূর মোহাম্মদ জকু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনি মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফরজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী, সিরাজুল ইসলাম, খেদালি মেম্বার, মোজাম্মেল হক, নজরুল ইসলামসহ শত শত মানুষ জানাজায় অংশ নেয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ