আলমডাঙ্গার আইলহাসে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে স্প্রে মেশিন ও স্কুলছাত্রীর সেনেটারি ন্যাপকিন বিতরণ
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। একই সাথে আড়াই হাজার স্কুলছাত্রীর জন্য শিক্ষকদের মাধ্যমে সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। গতকাল শনিবার ১০টার দিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার ম-ল। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর সরোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদ সরোয়ারদী, যশোরের শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ ওয়াজ কুরুনী, ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাবান আলী, আব্দুল হাই, আফিজ উদ্দিন, আকরাম হোসেন, তারাচাঁদ আলী, রানা আহমেদ, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর বিশ্বাস, নাইমুর রহমান নান্নু এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম লাটিম প্রমুখ।